November 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, November 2nd, 2024, 10:35 pm

রিমান্ড শেষে কারাগারে সাবেক খাদ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

ইমরুক কায়েস নামের এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর মোহাম্মদপুর থানায় করা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন রিমান্ড শেষে আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক মো. জাহাঙ্গীর আলম। তিনি আবেদনের উল্লেখ করেন, পুলিশ হেফাজতে নিয়ে বিধি মোতাবেক জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে আসামির দেওয়া তথ্য যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদে আসামি ঘটনায় জড়িত বলে মৌখিকভাবে স্বীকার করলেও একেক সময় একেক ধরনের কথা বলেন। তাকে আদালতে জবানবন্দি প্রদানের জন্য বললে আসামি কৌশলে এড়িয়ে যান এবং জবানবন্দি প্রদানে অনিচ্ছা পোষণ করেন।

এতে আরো উল্লেখ করা হয়, আসামির নাম, ঠিকানা যাচাই করা সম্ভব হয়নি।

তিনি ঘটনার বিষয়ে এবং মামলার ভিকটিমকে হত্যার ঘটনা সংক্রান্তে জ্ঞাত আছেন এবং মামলার ঘটনায় পরোক্ষভাবে সহযোগিতা করেছেন বলে তথ্য পাওয়া যাচ্ছে। আসামি জামিনে মুক্তি পেলে পলাতক হওয়াসহ মামলার তদন্তে ব্যাঘাত ঘটবে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে জেলহাজতে আটক রাখা একান্ত প্রয়োজন।

এ সময় আসামিপক্ষের আইনজীবী মোরশেদ হোসেন শাহীন জামিন ও উন্নত চিকিৎসা চেয়ে প্রদানের আবেদন করেন।

শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে কারাবিধি অনুযায়ী চিকিৎসা প্রদানের আদেশ দেন।

এর আগে গত ৩ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর ভাটারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। পরদিন তেজগাঁও থানার হত্যা মামলায় তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে তাকে ১০ অক্টোবর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

পরে কারাগারে আটক থাকা অবস্থায় গত ৩০ অক্টোবর তাকে আদালতে হাজির করা হয়। এরপর মোহাম্মদপুর থানার মামলায় তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।