October 19, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, October 19th, 2025, 1:10 am

রিশাদের ঘূর্ণি জাদুতে বাংলাদেশের দাপুটে জয়

 

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দারুণ এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ব্যাটে-বলে উজ্জ্বল ছিলেন তরুণ লেগস্পিনার রিশাদ হোসেন। তার ঘূর্ণি জাদুতে ৭৪ রানের বড় ব্যবধানে হার মানতে হয়েছে সফরকারীদের। রিশাদ একাই শিকার করেছেন ৬ উইকেট, যা তার আন্তর্জাতিক ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার।

প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভার শেষ হওয়ার আগেই ২০৭ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে রিশাদের বিধ্বংসী বোলিংয়ে ৩৯ ওভারেই ১৩৩ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।

ব্যাটিংয়ে ধীরগতি, তারপরও দুইশ পেরোনো

টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারে সাইফ হাসান ৩ রানে এলবিডব্লিউ হন রোমারিও শেফার্ডের বলে। পরের ওভারে জেডেন সিলসের বলে কভার পয়েন্টে ক্যাচ তুলে দিয়ে সৌম্য সরকারও ফেরেন মাত্র ৪ রানে।

দুই ওপেনার দ্রুত ফিরলে দলের হাল ধরেন নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয়। তৃতীয় উইকেটে ১২০ বল মোকাবিলা করে তারা যোগ করেন ৭১ রান। তবে ধীরগতির ইনিংসে ৬৩ বলে ৩২ রান করে শান্ত এলবিডব্লিউ হন খারে পিয়েরির বলে।

এরপর ইনিংস গড়ার দায়িত্ব নেন তাওহিদ হৃদয়। তবে মিরপুরের ধীর পিচে হাফসেঞ্চুরি করতে তাকে খেলতে হয় ৮৭ বল। শেষ পর্যন্ত ৯০ বলে ৫১ রান করে উইকেটরক্ষকের ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি।

অভিষিক্ত মাহিদুল ইসলাম অঙ্কন ৭৬ বলে ৪৬ রান করে ফিফটি মিস করেন অল্পের জন্য। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ২৭ বলে ১৭ রান করে ফেরেন। শেষদিকে রিশাদ হোসেনের ঝড়ো ২৬ রান (১২ বলে ১ চার ও ২ ছক্কা) আর তানভীর ইসলামের ৯ রানে বাংলাদেশের সংগ্রহ দুইশ ছাড়ায়।

৪৯.৪ ওভারে ২০৭ রানে অলআউট হয় টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজের হয়ে জেডেন সিলস নেন ৩ উইকেট, রস্টন চেজ ও জাস্টিন গ্রেভস নেন ২টি করে।

রিশাদের ঘূর্ণিতে ওয়েস্ট ইন্ডিজের পতন

ছোট লক্ষ্য তাড়ায় ভালো সূচনা করেছিল ওয়েস্ট ইন্ডিজ। ওপেনার ব্রেন্ডন কিং ও অলিক আথানাজে প্রথম উইকেটে তুলেছিলেন ৫১ রান। কিন্তু ১২তম ওভারে রিশাদের ঘূর্ণিতে এলবিডব্লিউ হয়ে ফেরেন আথানাজে (২৭)।

এরপর ধীরে খেলতে থাকা কিয়েসি কার্টি (৯) স্লিপে সাইফ হাসানের হাতে ক্যাচ দেন। ২২তম ওভারে রিশাদ পরপর দুটি উইকেট নিয়ে ম্যাচ ঘুরিয়ে দেন—ব্রেন্ডন কিং (৪৪) ও শেরফান রাদারফোর্ড (০) ক্যাচ দেন উইকেটরক্ষক সোহানকে। তিন রানের মধ্যে তিন উইকেট হারিয়ে ধসে পড়ে ক্যারিবীয়রা।

রস্টন চেজকে (৬) বোল্ড করে নিজের প্রথম আন্তর্জাতিক ফাইফার পূর্ণ করেন রিশাদ। পরে মেহেদী হাসান মিরাজ গুদাকেশ মোতিকে (৩) এলবিডব্লিউ করেন, তানভীর ইসলাম ফেরান অধিনায়ক শাই হোপকে (১৫)।

শেষ পর্যন্ত ৩৯ ওভারে ১৩৩ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশের হয়ে রিশাদ হোসেন ৩৫ রানে ৬ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন। মোস্তাফিজুর রহমান নেন ২টি, মেহেদী মিরাজ ও তানভীর ইসলাম নেন ১টি করে উইকেট।

সংক্ষেপে স্কোরকার্ড

বাংলাদেশ: ২০৭ অলআউট (৪৯.৪ ওভারে)
তাওহিদ হৃদয় ৫১, মাহিদুল অঙ্কন ৪৬, রিশাদ হোসেন ২৬; সিলস ৩/৩৭

ওয়েস্ট ইন্ডিজ: ১৩৩ অলআউট (৩৯ ওভারে)
ব্রেন্ডন কিং ৪৪, আথানাজে ২৭; রিশাদ হোসেন ৬/৩৫

ফলাফল: বাংলাদেশ জয়ী ৭৪ রানে
ম্যাচসেরা: রিশাদ হোসেন

এনএনবাংলা/