November 17, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, November 17th, 2025, 2:03 am

রুনা লায়লা কোক স্টুডিও বাংলায় গাইলেন ‘মাস্ত কালান্দার’, জন্মদিনে নতুন রিমেক প্রকাশ

 

উপমহাদেশে সংগীতের জগতে কিংবদন্তি শিল্পী রুনা লায়লা এবার কোক স্টুডিও বাংলার মঞ্চে হাজির হয়েছেন। জনপ্রিয় সুফি গান ‘মাস্ত কালান্দার’ নতুনভাবে পরিবেশন করে তিনি দর্শক ও শ্রোতাদের মন জয় করেছেন।

রুনা লায়লার জন্মদিন (১৭ নভেম্বর)কে সামনে রেখে রোববার রাত সাড়ে আটটায় এই গানটি কোক স্টুডিও বাংলার অফিসিয়াল চ্যানেলে প্রকাশ করা হয়েছে। এই গানটির মাধ্যমে শেষ হচ্ছে কোক স্টুডিও’র তৃতীয় মৌসুম।

রুনা লায়লা গানটির প্রসঙ্গে বলেছেন, “মাস্ত কালান্দার সব সময়ই আমার হৃদয়ের খুব কাছের একটি গান। নতুনভাবে, তরুণ শিল্পীদের সঙ্গে আবার গানটি গাইতে পেরে আমি আনন্দিত। প্রজন্ম-পরম্পরায় গানটির নতুনভাবে ফিরে আসা আমাকে সত্যিই খুশি করেছে।”

গানটির প্রযোজনা করেছেন অর্ণব, এবং সুর ও প্রযোজনার দায়িত্বে ছিলেন অদিত রহমান। নতুন সংস্করণটিতে অংশ নিয়েছেন কোক স্টুডিও বাংলার নতুন প্রজন্মের বেশ কয়েকজন শিল্পী, ফোয়াদ নাসের বাবু সহ আরও কয়েকজন তরুণ গায়ক।

রুনা লায়লার সংগীতজীবনে ‘মাস্ত কালান্দার’ একটি বিশেষ জায়গা দখল করে আছে। ছয় দশকের বেশি সময় ধরে শিল্পী হিসেবে তিনি ১৮টিরও বেশি ভাষায় গান করেছেন। বাংলাদেশের সীমা ছাড়িয়ে ভারত, পাকিস্তানসহ সমগ্র দক্ষিণ এশিয়ায় তার গানপ্রেমী ভক্ত রয়েছে।

কোক স্টুডিও বাংলার এই রিমেক সংস্করণে ফোক-সুফি ধারার সঙ্গে আধুনিক আর্কেস্ট্রেশন ও তরুণ কণ্ঠের সমন্বয় নতুন মাত্রা যোগ করেছে। ভক্তরা ইতোমধ্যেই গানটিকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে শুরু করেছেন, এবং দর্শকরা রুনা লায়লার প্রাণবন্ত, চিরসবুজ কণ্ঠের প্রশংসা করছেন।

এনএনবাংলা/