December 24, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, December 23rd, 2025, 7:49 pm

রুমিন ফারহানার সংসদীয় আসন বিএনপি দিয়ে দিল জমিয়তে উলামায়েকে

 

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের অংশ) আসনে বিএনপির প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।

তবে দলীয় সমঝোতার কারণে এই আসন বিএনপি ছেড়ে দিয়েছে জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় তিনি সতর্ক করে বলেন, “দলের সিদ্ধান্তের বাইরে যারা স্বতন্ত্রভাবে নির্বাচন করবেন, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।” পাশাপাশি তিনি জনগণকে খেজুর গাছ প্রতীকে ভোট দিয়ে ধানের শীষকে শক্তিশালী করার আহ্বান জানান।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনটি নিয়ে দীর্ঘ সময় ধরে আলোচনায় ছিলেন রুমিন ফারহানা। গত ৩ নভেম্বর বিএনপি ২৩৭টি আসনের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করলেও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে কোনো নাম ঘোষণা করেনি। এরপর থেকেই স্থানীয় নেতাকর্মীরা ধারণা করেন, আসনটি জোটের অংশ হিসেবে জুনায়েদ আল হাবীবকে দেওয়া হবে।

মনোনয়ন না পাওয়ার পরও রুমিন ফারহানা তার নির্বাচনি প্রচারণা থামাননি। বিভিন্ন সভা-সমাবেশে তিনি দলের মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, “ইনশা আল্লাহ সবার দোয়ায় আমি নির্বাচন করব। আগামীকাল বা পরশু মনোনয়ন ফরম কিনব। দল যদি ব্যবস্থা নেয়, তবুও আমি নির্বাচন করব।”

রুমিন ফারহানা আরও বলেন, “বিএনপি তাদের জোটের কারণে আসন না দিলে কিভাবে জোট করবে! দল বাধ্য হয়ে আসন দিয়েছে। যদি সাংগঠনিক ব্যবস্থা নেয়, তাও আমি বাধা দিতে পারব না।”

এনএনবাংলা/