অনলাইন ডেস্ক :
পোল্যান্ড সরকার রাশিয়া থেকে কয়লা আমদানি নিষিদ্ধ করতে একটি খসড়া আইন অনুমোদন করেছে। দেশটির মন্ত্রিপরিষদে এই সিদ্ধান্ত নিয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। ইউক্রেনে রুশ আগ্রাসন শুরু পর থেকেই যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাতা একের পর এক নিষেধাজ্ঞা রোপ করে মস্কোর ওপর। সে তালিকায় রাশিয়ার জীবাশ্ম জ্বালানিকে অন্তর্ভুক্ত করার জন্য আহ্বান জানিয়ে আসছিল পোল্যান্ড। তাতে সারা না দিয়ে ভিন্ন পথে এগিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। যার কারণে রাশিয়ার ওপর সরাসরি নিষেধাজ্ঞা আরোপ না করে জীবাশ্ম জ্বালানির ওপর ধীরে ধীরে নির্ভরশীলতা কমানোর কৌশল বেছে নিয়েছে ইইউ। এরমধ্যেই রুশ কয়লা আমদানি নিষিদ্ধের পদক্ষেপ নিলো পোল্যান্ড। গত মঙ্গলবার পোল্যান্ড সরকারের মন্ত্রিসভার মুখপাত্র পিয়ত্রো মুলার বলেন, ‘আমরা চাই না আর বেশি দিন এ আমদানি চলুক। যদিও আমরা বুঝি, ইউরোপীয় ইউনিয়ন আজ পর্যন্ত এ ধরনের কোনো ব্যবস্থা না নেওয়ায় আমাদের জন্য ঝুঁকি থেকে যাচ্ছে।’ আল জাজিরা জানায়, রাশিয়া থেকে অধিকাংশ কয়লা আমদানি করে পোল্যান্ড। ২০২০ সালে মস্কো থেকে ৯৪ লাখ টন কয়লা আমদানি হয়ে দেশটিতে। সেইসঙ্গে মোট চাহিদার ৫০ শতাংশ গ্যাস ও ৬০ শতাংশের বেশি তেল রাশিয়া থেকে আমদানি করে পোল্যান্ড।
আরও পড়ুন
চালের বাজার সহনীয় রাখতে প্রয়োজনে বিশেষ ওএমএস: অর্থ উপদেষ্টা
বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের ব্যবসায়ী ২৪ সদস্যের একটি প্রতিনিধি দল
তিব্বতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩