নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতায় হাশেম অ্যান্ড বেভারেজের সেজান জুসের কারখানায় সকালে আবারো আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট। এর আগে, ১৮টি ইউনিট ১৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেল ৪টার দিকে রূপগঞ্জের ভুলতায় সেজান জুস ও আচারের কারখানায় আগুন লাগে। আগুনে তিন শ্রমিকের মৃত্যু ও আহত হয়েছেন অন্তত ২৫ জন। এদের মধ্যে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১০ জন।
আগুন লাগার সময় কারখানাটিতে অনেক শ্রমিক ও কর্মচারী কাজ করছিলেন। তবে আগুনের সূত্রপাত নিয়ে কেউ কিছু বলতে পারেনি। কয়েকজন প্রত্যক্ষদর্শী ও কারখানার একজন ইঞ্জিনিয়ার জানান, হঠাৎ করে তারা ধোঁয়া দেখতে পান। আগুন লাগার পর ছয়তলা থেকে লাফ দিয়ে একজন ও আগুনে পুড়ে ২জনের মৃত্যু হয়েছে। তারা হলেন: স্বপ্না রাণী, মিনা আক্তার ও মুরসালিন।

আরও পড়ুন
শাহজালাল বিমানবন্দরে ৪ নারী যাত্রী থেকে ১০২টি মোবাইল জব্দ
রাজধানীর চকবাজারে আবাসিক ভবনে আগুন
ডেঙ্গুতে ঢাকায় আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬১০ জন