October 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, September 24th, 2025, 3:04 pm

রূপগঞ্জে সিমেন্ট কারখানায় আগুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে টাইগার সিমেন্ট কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার মঙ্গলখালী এলাকায় অবস্থিত কারখানার কন্ট্রোল রুম থেকে আগুনের সূত্রপাত হয়। কন্ট্রোল রুমে ডিজেল মজুদ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

ঘটনাস্থলে কাঞ্চন ফায়ার সার্ভিসের দুটি, ডেমরার দুটি ও সোনারগাঁ ফায়ার সার্ভিসের একটি ইউনিট অংশ নেয়। বর্তমানে আগুন পুরোপুরি নেভাতে ডাম্পিং কার্যক্রম চলছে বলে জানিয়েছেন কাঞ্চন ফায়ার সার্ভিস ওয়্যারহাউস ইন্সপেক্টর মোহাম্মদ মাহফুজুর রহমান।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।

 

এনএনবাংলা/