জেলা প্রতিনিধি:
পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত শাকিরভ মাকসিম (৩৯) ও বারচেনকো আলেক্সেই (৩৪) নামে দুই রুশ নাগরিকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে বারচেনকো ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ও বুধবার শাকিরভ রূপপুর প্রকল্পের গ্রিনসিটি আবাসিক ভবনে ঘুমন্ত অবস্থায় মারা যান। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান রোববার (৩০ জানুয়ারি) বিকেলে দুই রুশ নাগরিকের মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন। পাবনার সদর হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, শাকিরভ মাকসিম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ‘টেস্ট রোসেম’ নামের একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তিনি সাহাপুর ইউনিয়নের নতুনহাট মোড়ে রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসিক এলাকা গ্রিনসিটির একটি কক্ষে থাকতেন। বুধবার সকালের দিকে তার রুমে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন এক সহকর্মী। পরে গ্রিনসিটি ও রূপপুর প্রকল্পসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। অপরদিকে শুক্রবার রাতে ‘ভিডিএমইউ’ নামে এক সাব ঠিকাদার প্রতিষ্ঠানের কর্মকর্তা বারচেনকো প্রকল্পে কাজে যোগ দেওয়ার জন্য বের হন। মাইক্রোবাসে করে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, হৃদরোগজনিত কারণে ওই দুই রুশ নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। শনিবার সকালে বারচেনকোর মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া শাকিরভের মরদেহের ময়নাতদন্ত শেষে দূতাবাসের মাধ্যমে নিজ দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
আরও পড়ুন
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন
কোম্পানীগঞ্জে বাস চাপায় শ্রমিকের মৃত্যু,আহত ২