পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এলাকায় কর্মরত এক রুশ নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ঈশ্বরদী সরকারি কলেজের পাশের জিগাতলা রোডে ইস্ক্যেম কোম্পানির আবাসিক ভবনের পঞ্চম তলার ৫০৪ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির নাম কারপোভ কিরিল (২৬)। তিনি ইস্ক্যেম কোম্পানিতে ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।
ঈশ্বরদী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফজাল হোসেন জানান, রূপপুর পারমাণবিক কেন্দ্রের চিকিৎসক মিকাইলের বরাতে জানা গেছে, কিরিল দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে (ডিপ্রেশন) ভুগছিলেন। সম্প্রতি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তার চিকিৎসাও করানো হয়েছিল।
ঘটনার খবর পেয়ে ঈশ্বরদী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ সময় ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স (এনএসআই) এবং জেলা ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) সদস্যরাও ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.স.ম আব্দুর নূর জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এনএনবাংলা/
আরও পড়ুন
মোহাম্মদপুরে যৌথ অভিযানে মাদক ও বিস্ফোরক সরঞ্জাম উদ্ধার
বাংলাদেশসহ ৯টি দেশে আমিরাতের ভিসা নিষেধাজ্ঞার তথ্য ভুয়া: রাষ্ট্রদূত
প্রাথমিকে গানের শিক্ষক নিয়োগের প্রতিবাদে বায়তুল মোকাররমে বিক্ষোভ