January 16, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, May 12th, 2023, 8:36 pm

রেকর্ড গড়ে আবারও সেরা হাল্যান্ড

অনলাইন ডেস্ক :

ম্যানচেস্টার সিটির জার্সিতে একের পর এক রেকর্ড গড়ে প্রত্যাশিতভাবে ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনে (এফডব্লিউএ) বর্ষসেরার পুরস্কার জিতলেন আর্লিং হাল্যান্ড। এখানেও রেকর্ড গড়েছেন তিনি। প্রিমিয়ার লিগ যুগ শুরুর পর লেখকদের নিয়ে গঠিত এই সংঘের সর্বোচ্চ ৮২ শতাংশ ভোট পেয়েছেন নরওয়েজিয়ান স্ট্রাইকার। আর্সেনাল উইঙ্গার বুকায়ো সাকা হয়েছেন রানারআপ, তার সতীর্থ মার্টিন ওডেগার্ড তৃতীয়। চেলসি স্ট্রাইকার স্যাম কার প্রথমবার টানা দুইবার বর্ষসেরা নারী ফুটবলার হয়েছেন। আগামী ২৫ মে বৃহস্পতিবার লন্ডনের ল্যান্ডমার্ক হোটেলে এই পুরস্কারের ৭৫তম পূর্তিতে জমকালো আয়োজন করে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। চলতি মৌসুমে ম্যানসিটিতে যোগ দিয়ে প্রিমিয়ার লিগ খেলোয়াড় হিসেবে সব প্রতিযোগিতা মিলিয়ে রেকর্ড ৫১ গোল করেছেন হাল্যান্ড।

শীর্ষ লিগেও তার গোলের রেকর্ড হয়েছে, ৩৫ গোল করেছেন ২২ বছর বয়সী স্ট্রাইকার। হাল্যান্ড বলেছেন, ‘ইংলিশ ফুটবলে আমার প্রথম মৌসুমে ফুটবল রাইটার্স অ্যাওয়ার্ড জিততে পারা সম্মানের। প্রতিটি দিন আমি সেরা চেষ্টা করেছি এবং এই স্বীকৃতি আমার কাছে অনেক কিছু। এখন পর্যন্ত সিটিতে আমার সময় ভালোবেসেছি, আমার সতীর্থরা অসাধারণ। তারা আমাকে গোলের সুযোগ করে দিয়েছে। তাদের ধন্যবাদ জানাই। কারণ তাদের ছাড়া এই পুরস্কার জিততে পারতাম না।’ ২০২০-২১ মৌসুমে সেন্টার ব্যাক রুবেন দিয়াসের পর প্রথম সিটি খেলোযাড় হিসেবে এই পুরস্কার জিতে তিনি আরও বলেন, ‘পেপ ও দলের নেপথ্য নায়কদের কাছেও আমি ঋণী। এখানে আসার পর থেকে সবাই আমার সঙ্গে খুবই ভালো ছিল। এই ধরনের উচ্চ পেশাদারদের সঙ্গে আমি কখনও কাজ করিনি। আমাকে ভোট দেওয়ার জন্য সবাইকে ধন্যাবদ। এটা সত্যিই সম্মানের।’