আইপিএল নিলামে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নতুন মাইলফলক গড়েছেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। ২ কোটি রুপি ভিত্তিমূল্যের এই তারকা বোলারকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। আইপিএল নিলামে কোনো বাংলাদেশি ক্রিকেটারের জন্য এটিই সর্বোচ্চ মূল্য।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) অনুষ্ঠিত নিলামে মোস্তাফিজকে দলে নিতে চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যে তীব্র প্রতিযোগিতা দেখা যায়। শেষ পর্যন্ত সর্বোচ্চ দর হাঁকিয়ে কেকেআরই তাদের দলে নিশ্চিত করে দ্য ফিজকে।
এর মধ্য দিয়ে আইপিএলে নিজের ষষ্ঠ ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে যাচ্ছেন মোস্তাফিজ। এর আগে তিনি সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল মাতিয়েছেন।
আইপিএল ক্যারিয়ারে এখন পর্যন্ত আট মৌসুমে ৬০ ম্যাচ খেলে ৬৫ উইকেট শিকার করেছেন মোস্তাফিজুর রহমান। ডেথ ওভারে তার বৈচিত্র্যময় কাটার ও নিয়ন্ত্রিত বোলিং আইপিএলে সবসময়ই আলাদা গুরুত্ব পেয়ে এসেছে। কেকেআরের বোলিং আক্রমণে মোস্তাফিজের সংযোজন দলটিকে নতুন শক্তি দেবে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।
এনএনবাংলা/

আরও পড়ুন
মামুন, চমক ও বান্নাহকে হত্যার হুমকি
বনলতা এক্সপ্রেসে রোমাঞ্চকর জার্নির প্রত্যাশা সাবিলা নূরের
নেপালকে উড়িয়ে সেমির দোরগোড়ায় বাংলাদেশ