September 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, September 10th, 2025, 8:05 pm

রেকর্ড দামে ব্রেভিসকে কিনলেন সৌরভ

ছবি: ক্রিকইনফো

 

প্রথমবার কোচ হয়েই ভারতের কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি রেকর্ড দামে তরুণ ব্যাটার ডেওয়াল্ড ব্রেভিসকে কিনেছেন।

এসএ (দক্ষিণ আফ্রিকা) টি-২০ লিগের দল প্রিটোরিয়া ক্যাপিটালসের কোচিংয়ের দায়িত্বে আছেন তিনি।

নিলামে প্রোটিয়া তরুণকে ১৬.৫ মিলিয়ন রান্ড (দক্ষিণ আফ্রিকার মুদ্রা) বা ১১ কোটি ৫০ লাখ টাকায় কিনেছে প্রিটোরিয়া। এর আগে এসএ টি-২০ লিগে এতো দামে বিক্রি হয়নি কোন ক্রিকেটার। এমনকি দাম ১০ কোটি টাকার বেশি ওঠেনি পূর্বে।

নিলামে ব্রেভিসকে দলে নেওয়ার লড়াই প্রথমে শুরু করে জোহানেসবার্গ সুপার কিংস। তারা ৫ লাখ রান্ড দাম বলে। পার্ল রয়েলসের সঙ্গে নিলামে লড়াই করতে করতে ওই দাম ১০ মিলিয়ন রান্ডে তোলে দুই দল। পার্ল ১৪.৫ মিলিয়ন রান্ড দাম তোলার পর নিলামে প্রবেশ করে প্রিটোরিয়া। শেষ পর্যন্ত তারাই কিনে নেয় তাকে।

ব্রেভিসকে পেয়ে উচ্ছ্বসিত সৌরভ বলেন, ‘সে খুবই প্রতিভাবান খেলোয়াড়। আমাদের আন্দ্রে রাসেল, শেরফেন রাদারফোর্ডের মতো ম্যাচজয়ী ক্রিকেটার রয়েছে। আশা করছি, ব্রেভিসও দলকে জেতাতে পারবে।’

এনএনবাংলা/