অনলাইন ডেস্ক :
বৈধ চ্যানেলে রেমিট্যান্স আসা বাড়াতে কেন্দ্রীয় ব্যাংকের ডলার মূল্য বাড়ানোর নির্দেশনা অনুযায়ী ডলারের দাম ১১৯ টাকা ৪০ পয়সা পর্যন্ত বাড়িয়েছে ব্যাংকগুলো।
চলতি মাসের শেষ সপ্তাহ থেকে রেমিট্যান্স প্রবাহে পতন দেখা দেওয়ায় সোমবার (২৯ জুলাই) রেমিট্যান্সের ক্ষেত্রে মার্কিন ডলারের বিনিময় হার বাড়িয়েছে দেশের বেশ কয়েকটি ব্যাংক।
সাম্প্রতিক শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন ও ইন্টারনেট সেবা বন্ধ থাকার কারণে রেমিট্যান্স প্রবাহে প্রভাব পড়েছে বলে জানান ব্যাংক কর্মকর্তারা।
রেমিট্যান্স প্রবাহ বাড়াতে রবিবার ব্যাংকগুলোকে উচ্চ হারে রেমিট্যান্স ডলার কিনতে মৌখিক নির্দেশনা দেয় বাংলাদেশ ব্যাংক। যার প্রেক্ষিতে সোমবার একদিনের ব্যবধানে রেমিট্যান্স ডলারের দর ৬০-৭০ বেসিস পয়েন্ট বেড়ে গিয়েছে।
আরও পড়ুন
৪ মাস শূন্য থাকার পর ডিএমপিতে নতুন ডিবিপ্রধান, দায়িত্বে ডিআইজি শফিকুল
জুলাই সনদ ও সংস্কার হলে ফেব্রুয়ারিতেই নির্বাচনের জন্য প্রস্তুত এনসিপি: নাহিদ
আমাদের সময় খুব বেশি দিন নাই: স্বরাষ্ট্র উপদেষ্টা