January 1, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, September 12th, 2021, 7:57 pm

রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে অটোরিকশার ধাক্কা, ২ ভাই নিহত

জেলা প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় অটোরিকশার আরও এক যাত্রী আহত হয়েছেন। রোববার (১২ সেপ্টেম্বর) ভোর পৌনে ৫টার দিকে উপজেলার তালশহর রেলওয়ে স্টেশনের সামনে রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের রাজঘর গ্রামের বাসিন্দা রুবেল (৩৩) ও পাবেল (২৩)। তাদের বাবা সাদেক মিয়াও গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আশুগঞ্জ থানা পুলিশের এসআই ধর্মজিৎ সিংহ জানান, সিএনজিচালিত অটোরিকশাটি যাত্রী নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার শহর থেকে আশুগঞ্জ উপজেলা সদরের দিকে যাচ্ছিল। ভোর পৌনে ৫টার দিকে অটোরিকশাটি তালশহর রেলওয়ে স্টেশনের সামনের রেলক্রসিং পার হচ্ছিল। এ সময় অটোরিকশাটি লাইনে উঠলে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মেইল ট্রেন ধাক্কা দেয়। এতে অটোরিকশাযাত্রী দুই ভাই ঘটনাস্থলেই নিহত হন। এ সময় তাদের বাবা আহত হন। নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।