খুলনায় রেললাইনে বসে মোবাইল ফোনে পাবজি গেম খেলার সময় ট্রেনের ইঞ্জিনে কাটা পড়ে এক যুবকের বাম পা বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানা গেছে। শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে নগরীর নিউমার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পা হারানো জিহাদ (২০) নগরের বসুপাড়া এলাকার বাচ্চু হাওলাদারের ছেলে।
খুলনা রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার আশিক আহমেদ জানান, শুক্রবার সন্ধ্যায় খুলনা রেলস্টেশনের অদূরে রেললাইনে বসে পাঁচ বন্ধুর সঙ্গে বসে জিহাদ মোবাইল ফোনে পাবজি গেম খেলছিলেন। পুরাতন স্টেশন থেকে একটি ইঞ্জিল নতুন স্টেশনের দিকে আসছিল। হর্ন দিলেও কানে হেডফোন থাকায় শুনতে পাননি জিহাদ। যার কারণে বাকি বন্ধুরা সরে গেলেও জিহাদ সরতে পারেনি। এ সময় লাইনের ওপর জিহাদের থাকা বাম পা ইঞ্জিনে কাটা পড়ে। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
—ইউএনবি
আরও পড়ুন
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন
কোম্পানীগঞ্জে বাস চাপায় শ্রমিকের মৃত্যু,আহত ২