বাংলাদেশ রেলওয়ের অনিয়মের প্রতিবাদে চলমান আন্দোলন স্থগিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থী মহিউদ্দিন রনি।
সোমবার রাতে রেলভবনে বাংলাদেশ রেলওয়ের সচিব ও মহাপরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘ সময় বৈঠক করেন রনি।
রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসে মিটিং থেকে বেরিয়ে আন্দোলন স্থগিতের ঘোষণা দেন রনি।
মহিউদ্দিন রনি বলেন, বৈঠকে রেলের যাবতীয় অনিয়ম, অব্যবস্থাপনা উত্থাপন করেছি। তারা আমার দাবিগুলো বাস্তবায়ন করবেন বলে জানিয়েছেন। আমার আন্দোলনের সুযোগ নিয়ে তৃতীয় কোনো পক্ষ যাতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে, সেজন্য আপাতত আন্দোলন স্থগিত ঘোষণা করছি।
রেলসচিব হুমায়ুন কবীর বলেন, রনির দাবির সঙ্গে রেলওয়েও একমত। রেলের টিকিট সিস্টেম আরও উন্নত করা হচ্ছে।। সিস্টেম উন্নত করার নির্দেশ দিয়ে সহজকে চিঠি দেওয়া হয়েছে।
তিনি বলেন, রনিকে রেলের অংশীজন কমিটিতে রাখা হবে। যাতে তিনি তার পরামর্শ ফোরামে বলতে পারেন।
গত ৮ জুলাই ঈদুল আজহার ছুটিতে বাড়ি যাওয়ার জন্য ট্রেনের টিকিট কিনে SOHOZ.com-এর কাছে প্রতারিত হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রনি ছয় দফা দাবিতে আন্দোলন শুরু করেন।
যাইহোক, তিনি এই প্রতারণার অভিযোগ ভোক্তা অধিকার সংগ্রাহক পরিষদের কাছে করলে, তারা এটি তদন্ত করে এবং SOHOZ.com-কে দুই লাখ টাকা জরিমানা করে। যার মধ্যে থেকে রনিকে ২০ জুলাই ৫০ হাজার টাকা দেয়া হয়।
Shohoz-Synesis-Vincen JV এ চলতি বছরের ২২মার্চ থেকে বাংলাদেশ রেলওয়ের টিকিটিং সিস্টেম পরিচালনা শুরু করে। গত চার মাসে, সফলভাবে লাখ লাখ টাকায় লেনদেন মাধ্যমে টিকিটিং প্ল্যাটফর্ম দ্বারা পরিচালিত হয়েছে।
—ইউএনবি
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন