কমলাপুর রেলওয়ে পুলিশ আবারও ঢাবি শিক্ষার্থী মহিউদ্দিন রনিকে রেলওয়ে স্টেশনে ঢুকতে বাধা দিয়েছে। শুক্রবার স্টেশনের প্রধান ফটক আটকে তাকে ঢুকতে বাধা দেয় পুলিশ।
যোগাযোগ করা হলে মহিউদ্দিন রনি বলেন, ‘রেলওয়ে পুলিশ আমাকে কমলাপুর স্টেশনের প্রধান গেটে ঢুকতে বাধা দিয়েছে।’
তিনি আরও বলেন, আমি প্রধান গেটের সামনের খালি জায়গায় কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
এর আগে গত ২১ জুলাই ছয় দফা দাবিতে মহিউদ্দিন রনি ও তার সহযোগী আন্দোলনকারীরা স্টেশনে ঢোকার চেষ্টা করলে কমলাপুর রেলওয়ে পুলিশ তাদের সঙ্গে দুর্ব্যবহার করে এবং তাদেরকে আহত করে বলে অভিযোগ রয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে মহিউদ্দিন রনি ও তার বন্ধুরা তার নাগরিক অধিকার লঙ্ঘনের বিচারের দাবিতে শাহাবাগে অবস্থান কর্মসূচি পালন করেন। তবে এদিন রাত সাড়ে ৯টার দিকে তিনি কমলাপুর রেলস্টেশনে বসার কর্মসূচি স্থগিত করে দেন।
—ইউএনবি
আরও পড়ুন
দেশে এই মুহুর্তে দরকার বিচার ও সংস্কার: নাহিদ ইসলাম
এসআই পরিচয়ে থানায় তরুণী, কনস্টেবলকে ভুলে ‘স্যার’ ডেকে ধরা
যৌন নির্যাতনের কারণে নিখোঁজের ২১ দিন পর কিশোরী রিতু পিবিআই হেফাজতে