January 1, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, July 16th, 2023, 7:52 pm

রেল কর্মীদের অবরোধ: ৫ ঘণ্টা পর ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

ছবি: সংগৃহীত

রাজধানীর কারওয়ান বাজারের কাছে বাংলাদেশ রেলওয়ের অস্থায়ী শ্রমিকদের একটি অংশের রেলপথ অবরোধের কারণে পাঁচ ঘণ্টা স্থগিত থাকার পর রবিবার বিকালে ঢাকা ও দেশের অন্যান্য অঞ্চলের মধ্যে রেল যোগাযোগ পুনরায় শুরু হয়েছে।

রবিবার (১৬ জুলাই) সকালে রাজধানীর কারওয়ানবাজারের এফডিসি রেলগেট এলাকায় ‘বাংলাদেশ রেলওয়ে অস্থায়ী শ্রমিকবৃন্দ’ ব্যানারে তিতাস কমিউটার ট্রেন আটকে এই অবরোধ কর্মসূচি পালন করছেন তারা।

শ্রমিকদের এই অবরোধ কর্মসূচি পালনে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

রেলওয়ে কর্মীরা জানিয়েছেন, তারা অস্থায়ী কর্মীদের চাকরি স্থায়ী করা, চাকরি নিয়মিতকরণ, আউটসোর্সিং প্রথা বাতিল এবং নিয়োগ বিধি ২০২০ সংশোধনের দাবি করছেন।

কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস ইউএনবিকে জানান, বিকাল ৩টার দিকে পাঁচ ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করা হয়।

অবরোধ শুরুর পর থেকে ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া ট্রেনের সময়সূচিতে বড় ধরনের বিঘ্ন ঘটছে, এতে শত শত যাত্রী ভোগান্তির শিকার হয়েছেন।

—-ইউএনবি