December 21, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, October 23rd, 2025, 3:33 pm

রেস্তোরাঁয় সাউন্ডবক্সে গান বাজিয়ে কিশোরী ধর্ষণের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

 

সিরাজগঞ্জের কামারখন্দে রেস্তোরাঁর ভেতর উচ্চ শব্দে গান বাজিয়ে কিশোরীকে ধর্ষণের মামলার প্রধান আসামি নাইম হোসেন (২০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে সিরাজগঞ্জের সলঙ্গায় র‌্যাব-১২ এর প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাবের উপ-অধিনায়ক মেজর মো. আহসান হাবিব।

গ্রেপ্তার নাইম সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চর কামারখন্দ গ্রামের মো. রহমত আলীর ছেলে।

র‌্যাব জানায়, বুধবার ভোররাত সাড়ে ৪টার দিকে কুমিল্লার তিতাস উপজেলার জিয়ারকান্দি এলাকায় র‌্যাব-১২ সিরাজগঞ্জ সদর কোম্পানি, র‌্যাব-১১ ও সিপিসি-২ এর যৌথ অভিযানে নাইমকে গ্রেপ্তার করা হয়। এর আগে মামলার অন্য তিন আসামি—আকাশ (২১), আতিক (২৩) ও নাজমুল হক নয়ন (২৩)—কে পুলিশ গ্রেপ্তার করেছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত রোববার উপজেলার কর্ণসূতি গ্রামের ১৪ বছর বয়সী এক কিশোরী মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে ছয় যুবক জোরপূর্বক তাকে একটি অটোরিকশায় তুলে নেয়। পরে তারা মেয়েটিকে জামতৈল সেন্ট্রাল পার্কের পাশে অবস্থিত ‘ডেরা ফাস্টফুড অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টে’ নিয়ে যায়। সেখানে নাইম হোসেন কিশোরীটিকে ধর্ষণ করে। এ সময় ভেতরের চিৎকার বাইরে শোনা না যাওয়ার জন্য রেস্তোরাঁয় সাউন্ডবক্সে উচ্চ শব্দে গান বাজানো হয়।

পাশবিক নির্যাতনের ফলে মেয়েটি জ্ঞান হারালে আসামিরা তাকে হাসপাতালে নিয়ে যায় এবং রেখে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে সেদিন রাত সাড়ে ১২টার দিকে ভুক্তভোগীকে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

উল্লেখ্য, এ ঘটনার পর সোমবার সন্ধ্যায় ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে নাইম হোসেনসহ ছয়জনের বিরুদ্ধে কামারখন্দ থানায় মামলা দায়ের করেন। মামলার পর থেকে এখন পর্যন্ত মোট চারজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

এনএনবাংলা/