জেলা প্রতিনিধি :
জেলার গোবিন্দগঞ্জে এক নারী রোগীকে ধর্ষণের অভিযোগে শাহারুল ইসলাম নামের এক পল্লী চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার উপজেলার দরবস্ত ইউনিয়নের গন্ধববাড়ী গ্রামের এক নারী অসুস্থ জনিত কারণে বালুয়া বাজারের পল্লী চিকিৎসক শাহারুলের চেম্বারে আসে। এ সময় কেউ না থাকার সুযোগে পল্লী চিকিৎসক শাহারুল চেম্বারের দরজা বন্ধ জোরপূর্বক ওই নারী রোগীকে ধর্ষণ করে।
ওই রোগী চেম্বার থেকে বের হয়ে বিষয়টি আশেপাশের লোকজনকে জানালে উপস্থিত লোকজন ওই চিকিৎসকের চেম্বার ঘেরাও করে চিকিৎসককে আটকে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল চেম্বার থেকে শাহারুলকে আটক করে থানায় নিয়ে আসে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) তাজুল ইসলাম জানান, রাতেই ধর্ষণের শিকার নারী বাদী হয়ে পল্লী চিকিসক শাহারুলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইলে মামলা দায়ের করেছেন।
আরও পড়ুন
রংপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত
রংপুরে উইমেন্স ড্রিমার ক্রিকেট একাডেমি স্বাবলম্বী পিঠা মেলা
রংপুর জেলা ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা