সিরাজগঞ্জে আব্দুল মোতালেব নামে এক মানসিক রোগীর পেট থেকে ১৫টি কলম বের করলেন শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকরা।
শনিবার (২৭ মে) বিকালে কোনোরকম অস্ত্রোপচার ছাড়াই এন্ডোস্কোপির মাধ্যমে কলমগুলো বের করে আনা হয়।
সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ডা. জাহিদুল ইসলাম ও কনসালটেন্ট ডা. আমিনুল ইসলাম খান এক এক করে ১৫টি কলম বের করে আনেন।
মানসিক রোগী আব্দুল মোতালেব বেলকুচি উপজেলার খুকনি গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
দীর্ঘদিন ধরে মানসিক রোগে আক্রান্ত মোতালেব রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতেন এবং কলম কুড়িয়ে আস্ত গিলে ফেলতেন।
ওই হাসপাতালের প্রকল্প পরিচালক ডা. কৃষ্ণ কুমার পাল এ তথ্য নিশ্চিত করে জানান, দীর্ঘদিন ধরে মানসিক রোগে আক্রান্ত মোতালেব সম্ভবত পথে পথে ঘুরে বেড়ানোর সময় কলম কুড়িয়ে তা গিলে ফেলতেন।
এক পর্যায়ে সে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়।
পরীক্ষা-নিরীক্ষার পর তার পেটে অনেকগুলো কলম দেখতে পেয়ে তা বের করার সিদ্ধান্ত নেওয়া হয়।
কোনোপ্রকার অস্ত্রোপচার ছাড়া এন্ডোস্কোপির মাধ্যমে পেট থেকে কলম বের করা এটিই বাংলাদেশে প্রথম ঘটনা বলে দাবি করেছেন ওই মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক সাইফুল ফেরদৌস মোহাম্মদ খায়রুল আতাতুর্ক।
তিনি বলেন, বাংলাদেশেই এখন অত্যাধুনিক এন্ডোস্কোপি মেশিনের মাধ্যমে অস্ত্রোপচার না করেই পিত্তথলি ও কিডনির পাথর অহরহ বের করা হচ্ছে।
তিনি আরও বলেন, এ সব রোগের চিকিৎসার জন্য দেশের মানুষকে এখন আর বিদেশে যেতে হবে না।
—-ইউএনবি
আরও পড়ুন
গাজীপুরে কারখানায় বয়লার বিস্ফোরণ, আহত ১২ শ্রমিক
কমলগঞ্জে আধুনিক চাষাবাদের বিস্তারে হারিয়ে যাচ্ছে আখ চাষ
সাংবাদিক ও গণমাধ্যমের সুরক্ষা নিশ্চিত করা হবে –রংপুরে গণমাধ্যম সংস্কার কমিশন প্রধান কামাল আহমেদ