নিজস্ব প্রতিবেদক:
দেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পেয়েছে পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমা ‘মিশন এক্সট্রিম’ সিনেমার প্রথম পর্ব। মন্দার বৈরী হাওয়ার বিপরীতে ছবিটি বেশ ভালোই হাল ধরেছে। করোনাার প্রকোপ কাটিয়ে খানিকটা উসব আমেজ নামিয়েছে সিনেমাটি, দর্শকের মনে। এবার এই সিনেমার দ্বিতীয় পর্বের মুক্তি কথা জানালেন এর অন্যতম পরিচালক সানী সানোয়ার। তিনি সংবাদম্যধকে বলেন, ‘সবকিছু ঠিক থাকলে আগামী ঈদুল ফিতরে ‘মিশন এক্সট্রিম’র দ্বিতীয় পর্ব মুক্তি দেবো। সেভাবে প্রস্তুতি এগিয়ে নিয়ে যাচ্ছি। আর ‘মিশন এক্সট্রিম’র দ্বিতীয় পর্বে নতুন অনেক চমক থাকবে। থাকবে আরও নতুন করে কয়েকজন অভিনয় শিল্পী। যা এখনই বলতে চাচ্ছি না।’ তিনি আরও বলেন, ‘বিদেশে ব্যাপকভাবে সমাদৃত হওয়ায় আমরা আনন্দিত। দেশে দিন দিন সিনেমা ব্যবসার গতি স্লথ হলেও বিদেশে রয়েছে অবারিত সম্ভাবনা। আমরা সে ভরসায় এগিয়ে যাচ্ছি।’ কপ ক্রিয়েশনের ব্যানারে নির্মিত ‘মিশন এক্সট্রিম’ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। এছাড়াও তাসকিন রহমান, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা ও সুমিত সেনগুপ্ত রয়েছেন। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, মাজনুন মিজান, ইরেশ যাকের, মনোজ প্রামাণিক, আরেফ সৈয়দ, সুদীপ বিশ্বাস দীপ, রাশেদ মামুন অপু, এহসানুল রহমান, দীপু ইমামসহ প্রমুখ।
আরও পড়ুন
সাকিব এবং তামিমের বিদায় নিশ্চিত হয়েই গেল
প্রথমদিনেই বক্স অফিসে বাজিমাত
সবসময় ছিল ইত্যাদি রাজনীতিমুক্ত : হানিফ সংকেত