সিলেট অফিস:
পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের লক্ষ্যে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউনের উদ্যোগে গাজী বুরহান উদ্দিন মাদ্রাসা ও এতিমখানায় গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এই পরিবেশবান্ধব কর্মসূচিতে আম, কাঁঠালসহ বিভিন্ন বনজ ও ঔষধি গাছের শতাধিক চারা বিতরণ করা হয়।
রোটারি ক্লাব অব সিলেট মিড টাউনের প্রেসিডেন্ট রোটারিয়ান সেলীনা চৌধুরী বলেন, ‘পরিবেশ রক্ষায় আমাদের ভূমিকা অপরিহার্য। শিশুদের হাতে চারা তুলে দিয়ে আমরা শুধু গাছ নয়, তাদের মাঝে ভবিষ্যতের সচেতনতা ও দায়িত্ববোধও রোপণ করেছি।’
এই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ক্লাব সেক্রেটারি রোটারিয়ান মিয়া মো. রুস্তম, ডি-৬৫ রিপশা টিমের ডেপুটি কর্ডিনেটর রোটারিয়ান পিপি শাহ জামাল আহমদ, ডি-৬৫ রিপশা টিমের কো – কর্ডিনেটর রোটারিয়ান পিপি এ্যাড মো. আব্দুল হাফিজ, রোটারিয়ান পিপি ইঞ্জিনিয়ার ইমাদ উদ্দিন, রোটারিয়ান মোঃ আবুল কালাম, রোটারিয়ান আমিনুল ইসলাম প্রমুখ।
চারা বিতরণের সময় শিক্ষার্থীদের পরিবেশ সচেতনতা বিষয়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করা হয়। শেষে সকলের অংশগ্রহণে মাদ্রাসা চত্বরে কয়েকটি গাছ রোপণ করা হয়।
মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব মাওলানা শায়খ নাসির উদ্দিন এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ‘শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়া মানে তাদের ভবিষ্যতের প্রতি দায়িত্বশীল করে তোলা। রোটারি ক্লাব যে কাজ করেছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়।
আরও পড়ুন
রংপুরে ভেজাল গুড় উৎপাদনের দায়ে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা
গঙ্গাচড়া যুব ফোরাম ও শিশু ফোরামের উদ্যোগে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে খাদ্য সামগ্রী উপহার
সমাজ উন্নয়নে স্কাউটদের ভূমিকা শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত