December 28, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, November 27th, 2021, 8:55 pm

রোটারী ক্লাব অব সিলেট সিটির ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

রোটারী ক্লাব অব সিলেট সিটির উদ্যোগে সিলেট আইডিয়াল ট্রাষ্ট এর সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৬ নভেম্বর) সকালে নগরীর আখালিয়াস্থ সিলেট আইডিয়াল কলেজ প্রাঙ্গনে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব সিলেট সিটির পিপি রোটারিয়ান আমিনুল ইসলাম, প্রেসিডেন্ট রোটারিয়ান নুরুর রহমান, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান তানিয়া আহমেদ, সেক্রেটারি রোটারিয়ান এস এ শফি, বিশিষ্ট শিক্ষানুরাগী সৈয়দা মাহফুজা কাওছার, বিশিষ্ট সমাজসেবী মাহবুবুল আলম, আব্দুল কাদির এনাম, বাবুল হোসেন, আসবার হোসেন, ইউসুফ আলী। দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ জহিরুল ইসলাম। এতে এলাকার প্রায় শতাধিক রোগী সেবা গ্রহন করেন।

—প্রেস বিজ্ঞপ্তি