January 20, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, December 7th, 2022, 9:02 pm

রোনালদোকে বেঞ্চে বসিয়ে রাখায় বিস্ফোরক বান্ধবী

অনলাইন ডেস্ক :

গত কয়েক সপ্তাহে মাঠের পারফরম্যান্সের চেয়ে মাঠের বাইরের কারণের জন্য বারবার সংবাদের শিরোনামে উঠে এসেছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। শেষ ষোলোয় সুইজারল্যান্ডের বিরুদ্ধে মহাতারকাকে বেঞ্চে বসিয়ে রাখার দুঃসাহস দেখান পর্তুগালের কোচ ফার্নান্দো সান্তোস। ওই ম্যাচে ৬-১ গোলে দুমড়ে-মুচড়ে দেওয়া জয় আসে রোনালদোকে ছাড়াই। হ্যাটট্রিক করেছেন রোনালদোর বদলে খেলা রামোস। তবে রোনালদোকে বেঞ্চে বসানো মেনে নিতে পারেননি তার বান্ধবী জর্জিনা রদ্রিগেজ। নিজের ভ্যারিফাইড ইসন্টাগ্রামে লিখেছেন, ‘অভিনন্দন পর্তুগাল। ১১ জন ফুটবলার জাতীয় সংগীত গেয়েছে। আর প্রত্যেকটা গোলের নিশানা ছিলে তুমি। এটা ভীষণ লজ্জার যে বিশ্বের সেরা ফুটবলারের খেলা ৯০ মিনিট উপভোগ করতে পারলাম না। তবে ভক্তরা তোমার নাম ধরে চিৎকার করা আর জয়ধ্বনি দেওয়া থামিয়ে দেয়নি। ’ ইনস্টাগ্রামে ৪ কোটি ফলোয়ার রয়েছে জর্জিনার। তার এই পোস্ট সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সুইসদের বিরুদ্ধে রোনালদো যখন মাঠে নামেন, ম্যাচ শেষ হতে মাত্র ২০ মিনিট বাকি। একটি গোলও করেন সিআর সেভেন। যদিও সেটি অফসাইডের জন্য বাতিল হয়। রোনালদো পরিবর্তে খেলা রামোস তিনটি গোল করেন। চলতি বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক। ম্যাচ চলাকালীন রোনালদোকে দেখা গিয়েছিল ডাগআউটে শূন্য দৃষ্টিতে বসে রয়েছেন। পর্তুগাল গোল করার পরে তিনি সেলিব্রেট করেন। কিন্তু ম্যাচের শেষে যখন পর্তুগিজ ফুটবলাররা দর্শকদের অভিবাদন গ্রহণ করছেন, তখন রোনালদো একাই হাঁটা দেন লকার রুমের দিকে। সাংবাদিকদের সঙ্গেও কথা বলেননি।