January 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, September 12th, 2021, 11:50 am

রোনালদোর জোড়া গোলে নিউক্যাসেলকে হারাল ম্যানইউ

অনলাইন ডেস্ক :

ম্যানচেস্টার ইউনাইটেডের লাল জার্সিতে প্রত্যাবর্তনটা রাঙিয়ে রাখলেন রোনালদো। নিউক্যাসলের বিপক্ষে করেছেন জোড়া গোল, মাঠ ছেড়েছেন দলের জয় নিয়ে। রেডডেভিলরা জিতেছে ৪-১ গোলে।

এক যুগ পর রেড ডেভিলদের ঘরের ছেলে ক্রিস্টিয়ানোর আবারো গায়ে আবারো সেই লাল জার্সি। ওল্ডা ট্রাফোর্ডে, উৎসবের ফোয়ারা। অপেক্ষা সাবার, কখন সিআর সেভেন পাবেন গোল, মাতবেন উল্লাসে।

দেরি হলো কিছুটা, কিন্ত খুব বেশি না। ফাস্ট হাফের শেষ বাশির আগেই অপেক্ষা ফুরোলো ভক্তদের; ক্রিস্টিয়ানো করলেন গোল। প্রত্যাবর্তণের আনন্দ বেড়ে গেলে হাজার গুনে।

সেকেন্ড হাফে রোনালদোর ম্যানইউ খেয়ে বসে একটা গোল। ম্যাচে ফেরে সমতা। রেডডেভিলরা গোল হজমের পর, রোনালদো যেন জলে ওঠে তেলেবেগুনে। ওর স্পিরিট বেড়ে যায় আরও বহু গুনে।

রোনালদো সময় নিয়েছেন মাত্র মিনিট ছয়েক, বা প্রান্ত নিয়ে ঢুকে। নিউক্যাসলের জালে জড়িয়েছেন বল; বুঝিয়ে দিয়েছেন, আবারও ম্যানইউকে দিতে এসেছেন উজাড় করে।