অনলাইন ডেস্ক :
স্বপ্নের মতো একটি বছর কাটিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। জাতীয় দল ও ক্লাবের হয়ে ২০২৩ সালের একের পর এক গোল করেছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার। পর্তুগাল ও আল নাসরের হয়ে এই বছর ৫৪ গোল করেছেন রোনালদো। এমন দুর্দান্ত পারফরম্যান্সে সেরা গোলদাতার পুরস্কার জিতেছেন সিআর সেভেন। সোমবার ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিসটিকস (আইএফএফএইচএস) ২০২৩ সালের সেরা গোলদাতা হিসেবে রোনালদোর নাম ঘোষণা করেছে।
এ পুরস্কার জয়ের পথে তিনি পেছনে ফেলেছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে ও ইংল্যান্ডের হ্যারি কেইনকে। জাতীয় দল ও ক্লাবের হয়ে ৫২ গোল করে যৌথভাবে দুইয়ে আছেন এই দুই ফুটবলার। এর আগেও পাঁচবার আইএফএফএইচএস এর সেরা গোলদাতার পুরস্কার জিতেছেন রোনালদো। অন্যদিকে রোনালদোর চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি জায়গা পেয়েছেন তালিকার ৫২ নম্বরে। তিনি গেল বছর মাত্র ২৮ গোল করেছিলেন।
আরও পড়ুন
একটা ধাক্কায় কোহলির ৪ লাখ টাকা জরিমানা
মাশরাফি–সাকিব কি খেলবেন বিপিএলে?
মিমো-নিলয়দের প্যাডসর্বস্ব দল হারালো বিমানবাহিনীকে