অনলাইন ডেস্ক :
অতিরিক্ত সময়ে গড়ানো স্প্যানিশ কাপের শেষ ৩২ এর ম্যাচে গত বুধবার ইন্টার সিটির বিপক্ষে ৪-৩ গোলে জয় নিয়ে শেষ ষোল নিশ্চিত করেছে বার্সেলোনা। তৃতীয় বিভাগের ক্লাবটির বিপক্ষে রোমঞ্চকর এই ম্যাচে অতিরিক্ত সময়ে বার্সার হয়ে জয়সুচক গোলটি করেছেন আনসু ফাতি। অ্যালিসান্তের ছোট্ট ক্লাবটি বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দিয়েছিল কাতালান জায়ান্টদের। লা মাসিয়ার সাবেক তরুণ তারকা ওরিওল সোলদেভিলার হ্যাটট্রিক ম্যচটিকে নিয়ে যায় অতিরিক্ত সময়ে। শেষ পর্যন্ত ফাতির ডিফ্লেক্টেড শটের গোলটির সুবাদে হাফ ছেড়ে বাঁচে বার্সেলোনা। ম্যাচের চতুর্থ মিনিটে গোল করেই এগিয়ে যায় বার্সেলোনা। তরুণ তারকা পাবলো তোরের কর্নারের বল জালে জড়ান রোনাল্ড আরাউজো। এর মাধ্যমে দারুনবাবে ম্যাচে ফিরেছেন উরুর ইনজুরিতে পড়া উরুগুয়ের এই ডিফেন্ডার। ওই ইনজুরির কারণেই জাতীয় দলের হয়ে বিশ্বকপে অংশ নিতে পারেননি তিনি। এরপর সফরকারী বার্সার হয়ে গোলের সুযোগ পেয়েছিলেন ফেরান টোরেস ও ওসমানে ডেম্বেলে। তবে সফল হতে পারেননি। বিরতির পর ম্যাচের ৬৯তম মিনিটে কর্নারের বল জালে জড়িয়ে ম্যাচে সমতা আনেন সোলদেভিলা। তবে ৬৬ মিনিটে ডেম্বেলের চমৎকার একটি গোল আবারো এগিয়ে দেয় বার্সাকে। ৭৪ মিনিটে ইন্টারসিটিকে ফের সমতায় ফিরিয়ে আনে সোলদেভিলার দ্বিতীয় গোল। ম্যাচের ৭৭তম মিনিটে জর্ডি আলবার যোগান থেকে গোল করে কাতালানদের আরো একবার এগিয়ে দেন রাফিনহা। এতেও কাজ হয়নি। ৮৬ মিনিটে ওই গোলটিও পরিশোধের মাধ্যমে নিজের হ্যাটট্রিক পুর্ন করার পাশাপাশি ম্যাচটিকে অতিরিক্ত সময়ে নিয়ে যান সালদেভিলা। শেষ পর্যন্ত অতিরিক্তি সময়ে ১০৪ তম মিনিটে গোল করে বার্সেলোনার জয় নিশ্চিত করেন বদলী হিসেবে আসা ফাতি। ফলে ৪-৩ গোলের জয় নিয়ে হাফ ছেড়ে বাঁচে বার্সেলোনা। সেই সাথে পৌঁছে যায় লিগ কাপের শেষ ষোলয়। গত বুধবার অনুষ্ঠিত লিগ কাপের অন্য ম্যাচে সেভিয়া ৫-০ গোলে লাইনার্স ডিপোর্তিভো, মায়োর্কা ২-০ গোলে পন্টেভেদ্রা, রিয়াল সোসিয়েদাঁদ ১-০ গোলে ইউডি লগ্রনেস, অ্যাটলেটিকো মাদ্রিদ ২-০ গোলে রিয়াল ওভিয়োদা এবং আলাভেস ১-০ গোলে রিয়াল ভায়াদোলিডের বিপক্ষে জয় নিয়ে শোষ ষোল নিশ্চিত করেছে।
আরও পড়ুন
জয় দিয়ে টি–টুয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের
তামিমের অর্ধশতকে দেড়শ’র আগেই থামল ঢাকা
সুপার ওভারে ইংল্যান্ডকে হারাল বাংলাদেশের মেয়েরা