এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে রোমাঞ্চকর এক লড়াইয়ে শেষ মুহূর্তে হেরে মাঠ ছাড়ল বাংলাদেশ। লড়াইটা ছিল সমানে সমান, তবুও জয় অধরা রয়ে গেল হ্যাভিয়ের কাবরেরার দলের। বৃহস্পতিবার (৯ অক্টোবর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে হংকংয়ের কাছে ৪–৩ গোলে পরাজিত হয় বাংলাদেশ।
ম্যাচের শুরুটা দুর্দান্ত ছিল স্বাগতিকদের। ১৩তম মিনিটে ফ্রি কিক থেকে দুর্দান্ত এক গোল করে দলকে এগিয়ে দেন হামজা চৌধুরী। বাংলাদেশের জার্সিতে এটি ছিল তার দ্বিতীয় গোল—এর আগে ভুটানের বিপক্ষে করেছিলেন প্রথমটি।
গোল হজমের পর হংকং পাল্টা আক্রমণে ফেরে। প্রথমার্ধের শেষ মুহূর্তে যোগ করা সময়ে সমতায় ফিরে অতিথিরা। ফলে ১–১ গোলে বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধের শুরুতেই চাপ বাড়ায় হংকং। ৫০ মিনিটে রাফায়েল মারকিসের গোলে এগিয়ে যায় তারা। এরপর ৭৪ মিনিটে আবারও মারকিসের জোড়া গোলে ৩–১ ব্যবধানে পিছিয়ে পড়ে বাংলাদেশ।
তবে এখানেই থেমে যায়নি লাল–সবুজের লড়াই। ৮৪ মিনিটে শেখ মোরসালিনের গোল বাংলাদেশকে ম্যাচে ফিরিয়ে আনে (৩–২)। আর যোগ করা সময়ের ৯৮তম মিনিটে কর্নার থেকে হেডে গোল করে সমতা আনেন সামিত সোম।
কিন্তু ভাগ্য আর সাথ দেয়নি। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে গোল খেয়ে বসে বাংলাদেশ। ফলে ৪–৩ গোলের ব্যবধানে হারের বেদনায় মাঠ ছাড়তে হয় হামজা–মোরসালিনদের।
শেষ বাঁশির পর বিমর্ষ হামজা চৌধুরী, নীরব সামিত সোম আর চোখ ভেজানো ফাহামিদুল ইসলাম যেন বলছিল—এভাবেও হারা যায়!
এনএনবাংলা/
আরও পড়ুন
ডোনাল্ড ট্রাম্প নয়, শান্তিতে নোবেল পেলেন মারিয়া কোরিনা
বলিউডের রানির সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
এইচএসসির ফল প্রকাশ ১৬ অক্টোবর