October 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, October 1st, 2025, 1:53 pm

রোহিঙ্গাদের জন্য আরও ৯৬ মিলিয়ন ডলার সহায়তার ঘোষণা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের

 

জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত প্রথম উচ্চ পর্যায়ের রোহিঙ্গা সম্মেলনে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য একযোগে নতুন সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। দুই দেশ মিলে মোট ৯৬ মিলিয়ন ডলার সহায়তা ঘোষণা করেছে, যার মধ্যে যুক্তরাষ্ট্র ৬০ মিলিয়ন ডলার এবং যুক্তরাজ্য ৩৬ মিলিয়ন ডলার দেবে।

বুধবার (১ অক্টোবর) দিবাগত রাতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে এই তথ্য জানান।

সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বক্তব্য দেন। তিনি বলেন, রোহিঙ্গা সংকটের একমাত্র শান্তিপূর্ণ সমাধান হলো তাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে মিয়ানমারে প্রত্যাবাসন। এ জন্য রাখাইনে স্থিতিশীলতা নিশ্চিত করে বাস্তবসম্মত রোডম্যাপসহ সাত দফা প্রস্তাবও দেন তিনি।

তিনি আরও বলেন, “অর্থায়ন ক্রমেই হ্রাস পাচ্ছে। তাই এখন একমাত্র টেকসই সমাধান হলো দ্রুত রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু করা।”

এনএনবাংলা/