বাংলাদেশে অস্থায়ীভাবে আশ্রয় নেয়া মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের দ্রুত, স্বেচ্ছায়, নিরাপদ ও স্থায়ী প্রত্যাবাসনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
৪ জানুয়ারি মিয়ানমারের স্বাধীনতা দিবস উপলক্ষে পাঠানো এক অভিনন্দন বার্তায় পররাষ্ট্র মন্ত্রণালয় এ আহ্বান জানিয়েছে।
বার্তায় রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন নিশ্চিত করার পাশাপাশি মিয়ানমারের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে একসঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করে বাংলাদেশ।
এতে বলা হয়, একটি ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ প্রতিবেশি হিসেবে বাংলাদেশ মিয়ানমারের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং সম্পর্ক আরও এগিয়ে নিতে ভবিষ্যতেও একসঙ্গে কাজ করবে।
এ উপলক্ষে বাংলাদেশের জনগণ মিয়ানমারের জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এবং তাদের শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন।
উল্লেখ্য, বাংলাদেশ এখন কক্সবাজার ও ভাসানচর দ্বীপে ১১ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে।
—ইউএনবি

আরও পড়ুন
গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক
ক্ষমতার ভর জনগণের কাছে নিতে চাইলে গণভোট দিতে হবে: রিজওয়ানা হাসান