January 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, July 5th, 2022, 9:03 pm

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে থাই রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত থাই রাষ্ট্রদূত মাকাওয়াদি সুমিতমোর মঙ্গলবার কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। এছাড়া তিনি ২০২১ সালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শিক্ষক রিসোর্স সেন্টারের পুনর্গঠনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেন।

এসময় ইউনিসেফের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ শেলডন ইয়েট ও অন্যান্য প্রতিনিধিরা অনুষ্ঠানে যোগ দেন।

থাই সরকার শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি শিবিরের সকল রোহিঙ্গা শিশু ও যুবকদের জন্য সমতা, মর্যাদা ও আত্মনির্ভরশীলতার জন্য উল্লিখিত প্রকল্পে ৪৩ লাখ টাকা (প্রায় ৫০ হাজার মার্কিন ডলার) বরাদ্দ দিয়েছে।

—ইউএনবি