কক্সবাজারে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যার তীব্র নিন্দা জানিয়ে এর তদন্ত দাবি করেছে জাতিসংঘ (ইউএন)।
জাতিসংঘ মহাসচিবের সহযোগী মুখপাত্র স্টেফানি ট্রেমব্লে বলেন, জাতিসংঘ বাংলাদেশ কর্তৃপক্ষকে এই ব্যাপারে তদন্ত করতে এবং দায়ী ব্যক্তিদের জবাবদিহির জন্য আহ্বান জানিয়েছে।
এসময় জাতিসংঘ বাংলাদেশসহ রোহিঙ্গা জনগোষ্ঠীর সুরক্ষা ও সহায়তার জন্য শক্তিশালী আন্তর্জাতিক সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে।
জাতিসংঘ রোহিঙ্গা শরণার্থী এবং অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত ব্যক্তিদের স্বেচ্ছাসেবী, নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং টেকসই প্রত্যাবর্তনের আহ্বান অব্যাহত রেখেছে।জাতিসংঘ বলেছে যে তারা এই প্রচেষ্টায় দৃঢ়ভাবে তাদের সহায়তা প্রদান অব্যাহত রাখবে।
জাতিসংঘ শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) মুহিবুল্লাহ হত্যাকাণ্ডে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।
—ইউএনবি
আরও পড়ুন
চলচ্চিত্র অনুদান কমিটি থেকে পদত্যাগ করলেন মম
১৫ জুলাইয়ের মধ্যে এসএসসির ফল প্রকাশ
উম্মুক্ত হলো পাইকগাছার নাছিরপুর খাল ; মাছ ধরার উৎসবে জনতার ঢল