জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ হলে আজ অনুষ্ঠিত হচ্ছে মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ১০টা (বাংলাদেশ সময় রাত ৮টা) থেকে শুরু হওয়া এ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বক্তব্য রাখবেন।
রাষ্ট্র ও সরকারপ্রধানসহ অন্তত ৭৫টি দেশ ও আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধিরা ইতোমধ্যে অংশগ্রহণ নিশ্চিত করেছেন।
জাতিসংঘ আয়োজিত এ সম্মেলনের মূল উদ্দেশ্য হলো রোহিঙ্গা সংকটের প্রতি রাজনৈতিক সমর্থন জোগাড় করা, বিশ্বব্যাপী মনোযোগ ধরে রাখা, সংকটের সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা এবং মানবাধিকারসহ মূল কারণগুলো নিয়ে আলোচনা করা।
সম্মেলনে মিয়ানমারে রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদে ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে। অংশগ্রহণকারীরা মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরবেন এবং একটি পূর্ণাঙ্গ, উদ্ভাবনী, বাস্তবভিত্তিক ও সময়সীমাবদ্ধ পরিকল্পনা প্রণয়নের প্রস্তাব উপস্থাপন করবেন।
এনএনবাংলা/
আরও পড়ুন
সাবেক এমপি ইকবাল ও তার ছেলের বিরুদ্ধে দুদকের মামলা
ঢাকায় ডেঙ্গুতে ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৮১
সাইবার হামলার আশঙ্কায় দেশের সব বিমানবন্দরে সতর্কতা জারি