October 17, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, August 22nd, 2025, 12:55 pm

র‌্যাব-১৩’র অভিযানে ফেন্সিডিল এবং ঊঝকঁভসহ আটক-০২

রংপুর ব্যুরো:

র‌্যাব-১৩’র অভিযানে লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানা এলাকা হতে ৫০ বোতল ফেন্সিডিল এবং ৯৭ বোতল ঊঝকঁভসহ ০২ জন  মাদক ব্যবসায়ী আটক হয়েছে।

বৃহ্সপতিবার সকালে র‌্যাব-১৩’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২০ আগষ্ট রাত সাড়ে ৮টার দিকে র‌্যাব-১৩, ব্যাটালিয়ন সদর, রংপুর এর একটি আভিযানিক দল লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানাধীন ০৩ নং তুষভান্ডার ইউনিয়নের অন্তর্গত কাশিরাম (করিমপুর) এলাকার মেসার্স এ.আর ট্রেডার্স নামক দোকানের সামনে হাতিবান্ধা হতে লালমনিরহাটগামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনার সময় একটি অটো তল্লাশি করে সিটের নিচে প্লাস্টিকের বস্তার মধ্যে রক্ষিত ৫০ বোতল ফেন্সিডিল ও ৯৭ বোতল ঊঝকঁভ এবং একটি অটো উদ্ধার’সহ লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানার খালিশা মদাতী এলাকার হোসেন আলীর ছেলে মোঃ সুমন ইসলাম (২২) এবং সাইফুলের ছেলে জয়নাল আবেদীন (২৪) দ্বয়কে আটক করতে সক্ষম হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, পরবর্তী কার্যক্রমের জন্য আটককৃত  আসামি’দ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 

আব্দুর রহমান মিন্টু

রংপুর ব্যুরো চীফ