April 2, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, March 27th, 2025, 11:51 am

র‌্যাব-১৩’র পৃথক দুটি অভিযানে হত্যা ও ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

রংপুর ব্যুরো: র‌্যাব-১৩’র পৃথক দুটি অভিযানে মিঠাপুকুর থানার চাঞ্চল্যকর মোকতারুল হত্যা মামলার প্রধান আসামী ও ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার হয়েছে।

মঙ্গলবার দুপুরে র‌্যাব-১৩’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান স্বাক্ষরিত দুটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১ম অভিযানে- র‌্যাব-১৩, সিপিএসসি রংপুর এবং র‌্যাব-১২, সিপিএসসি বগুড়া কর্তৃক যৌথ অভিযানে বগুড়ার ধুনট থানাধীন এলাকা হতে মিঠাপুকুর থানার চাঞ্চল্যকর মোকতারুল হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার হয়েছে।

জানা যায়, মোঃ খোরশেদ আলম (৩৬) টাকা পয়সা লেনদেনের ঝামেলার জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে ভিকটিম মোকতারুল ইসলাম’ কে ধারালো অস্ত্র দ্বারা গলায়, ঘারে, মাথায়, পিঠে, বুকে, নাভির ডান  পাশে এবং কপালেসহ শরীরের বিভিন্ন স্থানে গুরতর জখম করে হত্যা করে। যার প্রেক্ষিতে গত ১১ সেপ্টেম্বর/২৪ ভিকটিমের মাতা মোছাঃ কল্পনা বেগম বাদী হয়ে রংপুর জেলার মিঠাপুকুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এরই ধারাবাহিকতায় ২৫ মার্চ রাত সাড়ে ১২ টার দিকে র‌্যাব-১৩, সিপিএসসি, রংপুর এবং র‌্যাব-১২, সিপিএসসি বগুড়া এর আভিযানিক যৌথদল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার মিঠাপুকুর থানার নুরপুর এলাকার মৃত ওসমান গণি’র ছেলে মোঃ খোরশেদ আলমকে (৩৬) বগুড়া জেলার ধুনট থানাধীন চৌকিবাড়ি ইউনিয়ন পেঁচিবাড়ি বাজার এলাকায় গ্রেফতার করতে সক্ষম হয়। অপরদিকে র‌্যাব-১৩, সিপিএসসি কর্তৃক দিনাজপুর জেলার খানসামা থানা এলাকা হতে মিঠাপুকুর থানার ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার হয়েছে।

বাদীর দায়েরকৃত এজাহারে যানা যায়, জয় চন্দ্র বর্মন (২৬) বিবাহের প্রলোভন দেখিয়ে নাবালিকা ভিকটিমকের সহিত প্রেম-ভালোবাসার সম্পূর্ক স্থাপন করে। এভাবে অনেকদিন যাবৎ ভিকটিমের পরিবারের অগোচরে আসামী তার সহিত শারীরিক মেলামেশাসহ অবৈধ কাজে লিপ্ত থাকে। পরবর্তীতে ০৬ নভেম্বর/২৪ রাতে রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন চিথলী মধ্যপাড়া নামক স্থানে ভিকটিমকে ডাকে ও ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। এ

সংক্রান্তে ভিকটিমের পিতা বাদী হয়ে রংপুর জেলার মিঠাপুকুর থানায় একটি মামলা দায়ের করে।
উক্ত ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে  র‌্যাব-১৩,  আসামী গ্রেফতারের  লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামীর অবস্থান দিনাজপুর জেলার খানসামা থানা এলাকায় নিশ্চিত হয়।
এরই ধারাবাহিকতায় ২৪ মার্চ রাক ২ টার দিকে র‌্যাব-১৩, সিপিএসসি, রংপুর এর আভিযানিক দল কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে আসামী জয় চন্দ্র বর্মন (২৬)’কে  দিনাজপুর জেলার খানসামা ধানাধীন টিটিসি নামক এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গ্রেফতারকৃত আসামীদের বিচার নিশ্চিত করার লক্ষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।