September 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, September 11th, 2025, 5:28 pm

র‌্যাব-১৩ এর অভিযানে ১৯৮ বোতল ফেন্সিডিল ও ৩১.০৫৪ কেজি গাঁজাসহ ৫ জন  আটক

রংপুর ব্যুরো:

র‌্যাব-১৩ এর পৃথক অভিযানে ১৯৮ বোতল ফেন্সিডিল ও ৩১.০৫৪ কেজি গাঁজাসহ ৫ জন  মাদক ব্যবসায়ী গ্রেফতার। গতকাল বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৩ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।

র‌্যাবের চলমান এই মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় বুধবার রাত ১০ দিকে র‌্যাব-১৩, ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার গংগাচড়া থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ধৃত আসামিদের ব্যবহৃত কাভার্ডভ্যান তল্লাশী করে । এতে ১৯৮ বোতল ফেন্সিডিল ও একটি কাভার্ডভ্যান জব্দসহ আসামী  আব্দুল মোতালেব,মোঃ ইসরাফিল ,আরিফ হাসান কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে পৃথক আরও একটি অভিযানে  বুধবার  রাত ৩টারদিকে র‌্যাব-১৩, ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন দলগ্রামস্থ ধৃত আসামী খিতিশ চন্দ্র রায় এর বসতবাড়ীতে অভিযান পরিচালনা করে ৩০.০৫৪ কেজি গাঁজা জব্দসহ আসামী খিতিশ চন্দ্র রায় দ্বিপালী রাণী রায় উত্তর দলগ্রাম (পশুরডোবা), থানা-কালীগঞ্জ, জেলা-লালমনিরহাট’দ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়।

তিনি আরু জানান পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামিদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।##