October 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, September 27th, 2025, 5:59 pm

র‌্যাব-১৩ এর পৃথক অভিযানে ৫৮.৯ কেজি গাঁজা ১টি  ট্রাক  ৪ জন মাদক ব্যবসায়ী আটক

রংপুর ব্যুরো:

র‌্যাব-১৩ এর পৃথক অভিযানে ৫৮.৯ কেজি গাঁজা ১টি  ট্রাক  ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে।গতকাল শনিবার দুপুরে  সংবাদ মাধ্যম রংপুর র‌্যাব ১৩ অতিরিক্ত পুলিশ সুপার.সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান ।

তিনি জানান চলমান মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতা শুক্রবার রাত ১১-দিকে ব্যাটালিয়ন সদর, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার আদিতমারি থানাধীন ৭নং পলাশী ইউপির মদনপুর সাকিনস্থ চা এর দোকানের সামনে অভিযান পরিচালনা করে ধৃত আসামীদ্বয়ের ব্যবহৃত ট্রাক তল্লাশীকালে সাদা বস্তার মধ্যে রক্ষিত ২৮.৮ কেজি গাঁজা এবং ০১ টি  ট্রাক জব্দসহ আসামী ১। মোঃ বকুল হোসেন (৩৩),সজিব আহমেদ আকন্দ (২৬), গ্রেফতার করতে সক্ষম হয়।

পৃথক অন্য একটি অভিযানে র‌্যাব-১৩, সিপিএসসি, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে   শনিবার বিকাল বিকেলে রংপুর মহানগরীর তাজহাট থানাধীন ১৫ নং ওয়ার্ডের মর্ডান মোড়স্থ মোঃ মনিরুজ্জামানের কনফেকশনারী দোকানের সামনে অভিযান পরিচালনা করে ১টি টিভির কার্টন এর মধ্যে রক্ষিত ২০.১ কেজি গাঁজা উদ্ধার করে । এসময় মোছাঃ আয়েশা খাতুন গ্রেফতার করে ।

পৃথক আরো একটি অভিযানে শনিবার রাতে র‌্যাব-১৩, ব্যাটালিয়ান সদর রংপুর এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মহানগরীর তাজহাট থানাধীন পার্কের মোড় সংলগ্ন রিয়াম শপিং এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজাসহ আসামী মোঃ কবির হোসেন নয়ন (৩০), গ্রেফতার করতে সক্ষম হয়। তিনি আরাও জানান পরবর্তী কার্যক্রমের গ্রেফতারকৃত আসামিদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।