নকল যৌন উত্তেজক ওষুধ ও কয়েল তৈরির কারখানায় অভিযান চালিয়েছে র্যাব-৪। এ সময় র্যাবের অভিযানে বিপুল পরিমাণ নকল ও যৌন উত্তেজক নিম্নমানের কয়েল জব্দের পর তা ধ্বংস করা হয়। পাশাপাশি দুই কারখানাকে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-৪ এর মিডিয়া বিভাগ। এর আগে মঙ্গলবার (২৮ অক্টোবর) ঢাকার আশুলিয়ার বাইপাইল ও গৌরীপুর এলাকায় এই অভিযান চালানো হয়।
অভিযানের নেতৃত্ব দেন র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান।

র্যাব-৪ জানায়, বাইপাইল ও গৌরিপুর এলাকায় থাকা গাজী মেডিসিন পয়েন্ট ও অস্ট্রা বায়োফার্মাসিটিকালস প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল যৌন উত্তেজক ওষুধ ও হরমন জাতীয় সরকারি ওষুধ উদ্ধার করে এবং দুই প্রতিষ্ঠানের মালিকদের নকল যৌন উত্তেজক ওষুধ উৎপাদন, মজুত ও বিপণন এর অপরাধে মামলা দায়েরসহ ৪ লাখ টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে র্যাব-৪ এর নেতৃত্বে পৃথক একটি অভিযান পরিচালনা করে লাইসেন্স বিহীন ও নিম্নমানের বিপুল পরিমাণ কয়েল উদ্ধার করে এবং প্রতিষ্ঠানের মালিককে লাইসেন্স বিহীন ও নিম্নমানের কয়েল উৎপাদন, মজুত ও বিপণন এর অপরাধে মামলা দায়েরসহ ১ লাখ টাকা জরিমানা করা হয়।
পরবর্তীতে সবার উপস্থিতিতে উদ্ধারকৃত নকল যৌন উত্তেজক ওষুধ, হরমন জাতীয় ওষুধ ও নিম্নমানের কয়েল ধ্বংস করা হয়। অদূর ভবিষ্যতে এরূপ অবৈধ কার্যক্রমের সাথে জড়িতদের বিরুদ্ধে র্যাব-৪ এর জোড়ালো সাড়াঁশি অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ ওষুধ প্রশাসন অধিদপ্তরের আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

আরও পড়ুন
হাদিকে দেখতে এসে ঢাকা মেডিকেলে তোপের মুখে মির্জা আব্বাস
মেট্রোরেল বন্ধ রেখে কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
আমদানির পরও কমেনি পেঁয়াজের ঝাঁজ, সয়াবিন তেলের দামও বেড়েছে