April 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, December 28th, 2024, 9:00 pm

র‌্যাব রংপুরে ৩৫১.৩৮ গ্রাম হেরোইন সহ স্বামী-স্ত্রী আটক করেছে

রংপুর ব্যুরো: র‌্যাব-১৩ মহানগরীর সাতমাথা এলাকা থেকে ৩৫১.৩৮ গ্রাম হেরোইনসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে। গতকাল শুক্রবার বিকেলে রংপুর র‌্যাব -১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লে. সাইফুল্লাহ নাঈম  সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন । তিনি  বলেন গত বৃহস্পতিবার রাতে তাদেরকে আটক করা হয়। আটকরা হলো চাঁপাইনবাবগঞ্জ জেলার উপর রাজরামপুর এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী সাবিনা বেগম (৩২)।শহরের সাতমাথা মোড়ে অভিযান চালিয়ে হেরোইনসহ ওই দম্পতিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাহিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। আসামিদের থানায় হস্তান্তর করা হয়েছে।