December 28, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, June 30th, 2021, 12:54 pm

লকডাউনে যা যা বন্ধ থাকবে

নিজস্ব প্রতিবেদক :

করোনা সংক্রমণ রোধে বৃহস্পতিবার (১ জুলাই) থেকে সাত দিনের লকডাউন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বুধবার (৩০ জুন) সকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

লকডাউনে যা যা বন্ধ থাকবে…

১.সকল সরকারি,আধাসরকারি, সায়ত্বশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে।

২.সড়ক, রেল ও নৌপথে গণপরিবহন (অভ‌্যন্তরীণ বিমানসহ) ও সকল প্রকার যন্ত্রচালিত যানবাহন বন্ধ থাকবে।

৩. শ‌পিংমল/মা‌র্কেটসহ সব দোকানপাট বন্ধ থাকবে।

৪. সকল পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে।

৫.জনসমাবেশ হয় এ ধরনের সামাজিক অনুষ্ঠান (বিবাহত্তোর অনুষ্ঠান (ওয়ালিমা) জন্মাদিন, পিকনিক, পার্টি ইত‌্যাদি) রাজনৈতিক ও ধর্মীয় আচার অনুষ্ঠান বন্ধ থাকবে।