December 17, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, December 13th, 2025, 7:24 pm

লক্ষ্মীপুরে অবৈধ ভাবে নদীর চর কাঁটায়  ১জনকে ৬ মাসের দণ্ড ৩ লক্ষ টাকা জরিমানা

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ২নং উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট এলাকায় নদী তীরবর্তী স্থান থেকে অবৈধভাবে কৃষি জমির উপরিভাগের মাটি কাটা ও নদীর চর কাটা বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ম্যাজিস্ট্রেট) মেহেদী হাসান কাউছার। এসময় মাটি কাটার উদ্দেশ্যে আনা বাল্কহেড, বেকু মেশিন ও ১১ টি ট্রাক্টর নিজ জিম্মায় রাখার অপরাধে অভিযুক্ত মহসিন বকাউল (২৫)-কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ লক্ষ টাকা জরিমানা বা ১ বছরের কারাদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রট মেহেদী হাসান কাউছার।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ২.১০ মিনিটে রায়পুর উপজেলার ২নং উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট এলাকায় মেঘনা নদীর তীরবর্তী স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করে (ইউএনও) মেহেদী হাসান কাউছার।

জানা গেছে, বেশ কিছুদিন যাবত একটি চক্র অবৈধভাবে বেকু দিয়ে খাসেরহাট মেঘনা নদীতে চর কাটাঁ, কৃষি জমির মাটি কেটে আসছে। এমন সংবাদে ভিত্তিতে গভীর রাতে রায়পুর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছারের নেতৃত্বে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া ও তার সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করা হয়।

রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার বলেন অভিযান পরিচালনা করে কৃষি জমির মাটি, চর কাটার অপরাধে একজনকে ৬ মাসের কারাদণ্ড ও ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরো বলেন অবৈধভাবে মাটি উত্তোলন বা মাটি কাটা বন্ধে রায়পুর উপজেলা প্রশাসন বদ্ধ পরিকর। আমাদের অভিযান চলমান থাকবে।

মোবাইল কোর্ট শেষে অভিযুক্ত মহসিন বকাউলকে কারাগারে প্রেরন করেন রায়পুর থানা পুলিশ