লক্ষ্মীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছে মা ও ছোটভাই। বুধবার ভোরে সদর উপজেলার উত্তর জয়পুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত আনিকা বেগম গোপালপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী এবং সৌদি প্রবাসী আনোয়ার হোসেনের মেয়ে।
অগ্নিদগ্ধ দুইজন হলো- আনিকার মা জোসনা বেগম ও ছোট ভাই রিফাত হোসেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, সদর উপজেলার উত্তর জয়পুর এলাকায় সৌদি প্রবাসী আনোয়ার হোসেনের বসতঘরে বুধবার ভোরে আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয় স্থানীয়রা।
ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগে আগুনে পুড়ে যায় বসতঘর। এসময় ঘরে থাকা আনিকা ঘটনাস্থল মারা যায়।
অগ্নিদগ্ধ হয় আনিকা বেগমের মা জোসনা বেগম ও ছোট ভাই রিফাত হোসেন। পরে তাদের দুইজনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়।
পরে অবস্থার অবনতি হওয়ায় আশংকাজনক অবস্থায় অগ্নিদগ্ধ দুইজনকে শেখ হাসিনা বার্ন এন্ড প্লাষ্টিক ইউনিটে পাঠানো হয়।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রনজিত কুমার সাহা বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। পুড়ে গেছে একটি বসতঘর।
অগ্নিকাণ্ডে একজন নিহত ও দুইজন আহত হয়েছে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরে নিহত ও আহতদের উদ্ধার করা হয়।
—-ইউএনবি
আরও পড়ুন
খুলনা বিএল কলেজে পরীক্ষার প্রশ্নে ‘ধানমন্ডি ৩২’ ও ‘শেখ মুজিব’, প্রতিবাদে ছাত্রদের মানববন্ধন
কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে সেলাই মেশিন ও গাছের চারা বিতরণ
উম্মুক্ত হলো পাইকগাছার নাছিরপুর খাল ; মাছ ধরার উৎসবে জনতার ঢল