লক্ষ্মীপুরের রায়পুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে এক শিশুর মৃত্যু হয়েছে এবং এ ঘটনায় উভয়পক্ষের ১০ জন আহত হয়ে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার সকালে দক্ষিণ চর বংশী ইউনিয়নে চরকাছিয়া গ্রামে মিয়ারহাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশু রাসেল হোসেন (১৪) একই গ্রামের মনির হোসেন ভূট্টুর ছেলে ও ইউপি সদস্য নজরুল ইসলামের ভাতিজা।
পুলিশ ও স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার নিয়ে রাহুল ও নজরুলের লোকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময রাসেল নামে একটি শিশু নিহত হয়। একই সময় উভয় পক্ষের ১০জন আহত হয়। তাদের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাদের সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।
লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার (এসপি) মাহফুজ্জামান আশরাফ বলেন, আধিপত্য বিস্তার নিয়ে রাহুল ও নজরুলের লোকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এই সময় রাসেল নামে এক শিশু নিহত হয়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।
—-ইউএনবি
আরও পড়ুন
রাজনৈতিক দলগুলোর ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা চলছে: ফখরুল
ঘুরে আসুন সুযোগ পেলেই বিশ্বের অন্যতম সুন্দর ৭ স্থানে
স্বপ্ন পূরণের ‘প্রেরণাদাতা ও যোদ্ধা’ তামিম বললো: বিসিবি