November 17, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, November 17th, 2025, 7:50 pm

লক্ষ্মীপুরে কুইজ প্রতিযোগিতায় গ্রন্থাগার থেকে ৮ শিক্ষার্থী পেল পুরস্কার

লক্ষ্মীপুর প্রতিনিধি

তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে লক্ষ্মীপুরে আয়োজিত কুইজ প্রতিযোগিতার চূড়ান্ত অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়েছে।

রোববার (১৭ নভেম্বর) বিকেলে জেলা সরকারি গণগ্রন্থাগার পাঠক কক্ষে ৮ শিক্ষার্থীর হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন অতিথিরা।

গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান নাফিজ সাদিক শিশিরের সভাপতিত্বে ও সাংস্কৃতিক ব্যক্তি মাহতাব উদ্দিন আরজুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার নাহিদ রায়হান।

বক্তরা বলেন, শিক্ষার্থীদের পরম বন্ধু হচ্ছে বই। বই পড়লে আলোকিত জীবন গড়া সম্ভব। স্কুলের পড়ার পাশাপাশি লাইব্রেরিতে এসে বই পড়লে শিক্ষার্থীর মেধা বিকাশিত হয়।

বিশেষ অতিথি ছিলেন, জেলার কালচারাল অফিসার মনিরুজ্জামান মনির, কবি ও সাহিত্যিক অ. আ. আবির আবির আকাশ, সাংবাদিক মো. রুবেল হোসেন, সাংবাদিক রবিউস সানি আকাশ, ফয়েজুর রহমান রকি ও সোলাইমান ইসলাম নিশানসহ প্রমুখ।

উল্লেখ্য: আয়োজিত কুইজ প্রতিযোগিতায় ১০টি শিক্ষা-প্রতিষ্ঠানের ৩’শ শিক্ষার্থী অংশগ্রহণ করে। ৩’শ শিক্ষার্থীদের মধ্যেই চূড়ান্ত কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন ৩০জন শিক্ষার্থী। যাচাই-বাছাইয়ের উত্তীর্ণ হয় ৮জন শিক্ষার্থী,তাদের হাতে দেওয়া হয় পুরস্কার-সনদপত্র।