January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, May 29th, 2023, 7:48 pm

লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতা হত্যায় ৮ জনের মৃত্যুদণ্ড

২০১৩ সালে এক ছাত্রলীগ নেতাকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আটজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আমিনা ফারহিন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- আলী হোসেন বাচ্চু, মো. মোস্তফা, মো. খোকন, আবুল হোসেন, মোবারক উল্লাহ, কবির হোসেন রিপন, জাফর আহমদ ও হিজবুর রহমান স্বপন।

আসামিদের মধ্যে সাত আসামি আদালতে উপস্থিত ছিলেন এবং অপর আসামি হিজবুর রহমান স্বপন পলাতক রয়েছেন।

ভুক্তভোগি মেহেদী হাসান জসিম কফিল উদ্দিন ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাহিত্য বিষয়ক সম্পাদক ও সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের মফিজ উল্লাহর ছেলে।

মামলা সূত্রে জানা যায়, শ্রীরামপুর গ্রামের মফিজ উল্লাহর সঙ্গে মোবারক উল্লাহ ও আলী হোসেন বাচ্চুর সঙ্গে এক খণ্ড জমি নিয়ে দীর্ঘদিনের শত্রুতা ছিল।

শত্রুতার জের হিসেবে ২০১৩ সালের ৭ জানুয়ারি মোবারক ও তার সমর্থকরা মফিজ উল্লাহ ও তার পরিবারের সদস্যদের মারধর করে। পরে থানায় মামলা হয়।

গত ১০ ফেব্রুয়ারি জসিম রাধাপুর গ্রামে তার আত্মীয়ের বাড়িতে গিয়ে সেখানেই থাকে। আসামিরা রাতে জানালার গ্রিল ভেঙে ঘরে ঢুকে জসিমকে গুলি করে গুরুতর আহত করে পালিয়ে যায়।

জসিমকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরদিন জসিমের বাবা মফিজ উল্লাহর অভিযোগে সদর থানায় একটি হত্যা মামলা করা হয়।

পরে এ মামলায় ১২ আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ। ইতোমধ্যে অভিযুক্তদের মধ্যে চারজন মারা গেছেন।

—-ইউএনবি