January 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, October 18th, 2022, 8:45 pm

লক্ষ্মীপুরে তালাবদ্ধ ঘর থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

লক্ষ্মীপুর সদরে তালাবদ্ধ ঘর থেকে বৃদ্ধ স্বামী-স্ত্রীর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার শাকচর এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন-একই এলাকার মৃত আমিন উল্যাহর ছেলে আবু সিদ্দিক মিয়া ও তার স্ত্রী আতারুন্নেছা।

স্থানীয়রা জানায়, নিহতের ভাতিজা কামাল জমি রেজিস্ট্রি বিষয়ে জাতীয় পরিচয়পত্রের জন্য ওই বাড়িতে যান। ঘরের দরজার তালা থাকায় ভেতরে দেখার চেষ্টা করে পচা দুর্গন্ধ পান তিনি। পরে থানায় খবর পাঠালে পুলিশ ঘটনাস্থলে লাশ উদ্ধার করে।

লক্ষ্মীপুর থানার পুলিশ সুপার (এসপি) মো. মাহফুজ্জামান আশরাফ জানান, লাশ দুটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তাদেরকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

—-ইউএনবি