December 18, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, December 13th, 2025, 7:22 pm

লক্ষ্মীপুরে দুই শীর্ষ সন্ত্রাসীকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে সেনাবাহিনী

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের বশিকপুরে অস্ত্র ও কার্তুজসহ শীর্ষ সন্ত্রাসী বরকত ও পারভেজকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। এসময় তাদের কাছ থেকে ৫টি আগ্নেয়াস্ত্র ও ১৬টি কার্তুজ উদ্ধার করা হয়।

শনিবার (১৩ ডিসেম্বর) ভোর রাতে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নে সেনাবাহিনী অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।

সেনাবাহিনীর দাবি, তারা উভয়েই শীর্ষ সন্ত্রাসী। শনিবার সকালে লক্ষ্মীপুর সেনা ক্যাম্পে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করা হয়।

গ্রেপ্তার বরকত বশিকপুর ইউনিয়নের বিরাহিমপুর গ্রামের বাসিন্দা ও পারভেজ লক্ষ্মীপুর পৌর শহরের সমসেরাবাদ এলাকার বাসিন্দা।

সেনাবাহিনী বলছে, বরকতের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি, মাদকসহ বিভিন্ন ঘটনায় অন্তত ১৮টি মামলা রয়েছে।

সেনাবাহিনী জানায়, মধ্যরাতে আলাউদ্দিনের ভাড়া বাসায় অভিযান চালানো হয়। এসময় ওই বাসায় অবস্থানরত বরকত ও পারভেজকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার, ৪টি দেশীয় এলজি, ৬ রাউন্ড রিভলবার কার্তুজ ও ১০ রাউন্ড এলজির কার্তুজ জব্দ করা হয়।

তাছাড়া বাসায় থাকা আরও তিনজন পালিয়ে যায়। তারা হলেন- বিরাহিমপুর গ্রামের শান্ত, ইকবাল ও কাশিপুর গ্রামের ছোট ইউসুফ। তাদের বিরুদ্ধেও বিভিন্ন ঘটনায় মামলা রয়েছে।

লক্ষ্মীপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মো. রাহাত খান বলেন, ‘‘সন্ত্রাসীদের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় আরও তিনজন সন্ত্রাসী পালিয়ে গেছে।’’

তাদের গ্রেপ্তারে অভিযান চলমান থাকবে বলেও জানান সেনাবাহিনীর এই কর্মকর্তা।