লক্ষ্মীপুর কমলনগরে নানার বাড়ি যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে চার কিশোরী দু’দিন ধরে নিখোঁজ রয়েছে। শনিবার সকালে লক্ষ্মীপুর কমলনগরের চরকাদিরা ইউনিয়নের বাদামতলী এলাকা থেকে নিখোঁজ হয় ওই চার কিশোরী।
নিখোঁজ কিশোরীরা হলো, জোবাইদা আক্তার (১২), মিতু আক্তার (১২), সামিয়া আক্তার নিহা (১৩) ও সিমু আক্তার (১৪)।
পুলিশ ও স্বজনরা জানান, কমলনগর উপজেলার নিজ বাড়ি থেকে সামিয়া আক্তার নিহার নানার বাড়ি যাওয়ার কথা বলে শনিবার সকালে তারা বাড়ি থেকে বের হয়। কিন্তু সন্ধ্যা পর্যন্ত তারা সেই আত্মীয়ের বাড়িতে পৌঁছায়নি এমনকি নিজ বাড়িতেও ফিরে আসেনি। পরে তাদের স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে রাতে কমলনগর থানায় সাধারণ ডায়েরি করেন।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিখোঁজ চার কিশোরীকে উদ্ধারে অভিযানে নেমেছে পুলিশ।
—ইউএনবি

আরও পড়ুন
এলপি গ্যাস ব্যবসায়ীদের অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার
জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষায় দায়মুক্তি অধ্যাদেশের খসড়া চূড়ান্ত: আসিফ নজরুল
রাজধানীতে পাইপলাইন লিকেজে তীব্র গ্যাস সংকট, ভোগান্তিতে নগরবাসী