December 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, December 10th, 2025, 7:57 pm

লক্ষ্মীপুরে মাদকাসক্ত এক ব্যক্তিকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে ইয়াবা সেবনের অপরাধে মো. রিপন মিয়া (৩৬) নামে এক ব্যক্তিকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১’শ টাকা জরিমানা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রট মো. জামশেদ আলম রানা।

বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে মোবাইল কোর্ট পরিচালনা করে (ইউএনও) জামশেদ আলম রানা তার আদালতে এ রায় দেন।

অভিযুক্ত রিপন মিয়া লক্ষ্মীপুর পৌরসভা (২নং ওয়ার্ড) বাঞ্ছানগর এলাকায় সুজাত উল্লাহ কমিশনার বাড়ীর বাদশা মিয়ার ছেলে ও দুই কন্যা সন্তানের বাবা।

জানা গেছে, এদিকে বিকেলে সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জামশেদ আলম রানার নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে মাদকাসক্ত রিপন মিয়াকে তার বাড়ী থেকে ৬ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। রিপন মিয়া চিহ্নিত মাদকসেবি। এছাড়াও তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মোবাইল কোর্টের শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা রিপনকে জেলা কারাগারে নিয়ে যান।